সাটুরিয়ায় বিয়ের দাবিতে তরুনীর অনশন,বিয়ে না করে সিঁদ কেটে পালালেন প্রেমিক ।

স্টাফ রিপোর্টার
0


স্টাফ রিপোর্টার, সাটুরিয়া -মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সোমবার দুপুরে ঈদের দিনে বিয়ের দাবিতে তরুনী প্রেমিকের বাড়িতে অনশন করে।

তথ্য অনুসন্ধানে ও ভুক্তভোগী জানায় বরাইদ এলাকার জসিম উদ্দিন (জসুর) ছেলে আলামিনের সাথে একই এলাকার তরুনী (২৩)এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় আলামিন বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে রাত্রি যাপন করে ।

সেই প্রেক্ষীতে ঈদের দিন ভুক্তভোগী বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে উঠে। আলামিনের মা বাবা ছেলের বউ মানতে অস্বীকার করে। ভুক্তভোগীকে বেধম মারধর করে একাধীকবার বাড়ি থেকে তাড়িয়ে  দেওয়া চেষ্টা করে প্রেমিকের পরিবার। ভুক্তভোগীর ডাক চিৎকারে স্হানীয় এলাকাবাসী এগিয়ে আসলে প্রেমিক আলামিন বাড়ি থেকে উধাও হয়ে যায় । তরুনী অনশন অব্যাহত রাখে।

ভুক্তভোগী দুইদিন অনশন করে,পরে মুমূর্ষ অবস্থায় স্হানীয় এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সাটুরিয়া উপজেলা বি,এন,পির,সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, জানান বিয়ের দাবি তরুণীর অনশনের বিষয়টি স্হানীয় এলাকাবাসী জানিয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান বিয়ের দাবিতে এক তরুণী জসিমের বাড়িতে অনশন করছে বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবার কে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি জানান।

স্হানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার মো: রমজান জানান ঘটনার পরে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মিমাংসার উদ্দেশ্যে কয়েকবার বসা হয়েছিল। ছেলের পক্ষ থেকে সময় নিয়ে তারা আর দেখা করেনি। পরে শুনি ছেলে বাড়ি থেকে সিং খুদে বাড়ি থেকে পালিয়েছে।

ঘটনার বিষয়ে আলামিনের সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে,মোবাইল ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।

এ বিষয়ে নিরুপাই হয়ে তরুণীর বাবা সাটুরিয়ার থানার লিখিত অভিযোগ দায়ের করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিনুল ইসলাম জানান এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া জন্য এলাকার একটি চক্র পাইতারা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিচারের আশায় ধারে ধারে ঘুরছে।

ঘটনার পর থেকে স্হানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হচ্ছে । এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী ভুক্তভোগী ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)