মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফিলিস্তিনের গাজায়, ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় সাটুরিয়া বাস স্টান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলনের সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছামাদ, সাটুরিয়া উপজেলা খেলাফত মজলিশ সভাপতি, মাওলানা আমিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদ বিএসসি, চর সাটুরিয়া শাহী জামে মসজিদের ঈমাম, মাওলানা ইদ্রিস আলী, সাটুরিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ফিরুজী সহ উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সমাবেশে অংশ গ্রহন করে।
বক্তারা ইসরায়েলি পন্য বয়কটসহ হামলার তীব্র প্রতিবাদ সহ মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
বিক্ষোভ সমাবেশ শেষে র্যালিটি সাটুরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাটুরিয়া বাসষ্টানে দেশ জাতীয় কল্যানে, ও গাজাবাসীদের জন্য দোয়া করা হয়।