মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া ।
মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলা প্রশাসন বর্ণিল আয়োজনের মাধ্যমে ১৪৩২ বাংলা বর্ষবরণ উৎসব পালন করেছে।
সোমবার ১৪ এপ্রিল সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শুভযাত্রা আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে ঘোড়ার গাড়ীতে করে বাদ্য বাজিয়ে উপজেলা চত্ত্বরে থেকে বালিয়াটি বাজার ঘুরে শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। বৈশাখের এই উৎসব হয়ে উঠে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব। নতুন বছরে, নতুন দিনের এই উদ্যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো: তানভীর আহম্মেদ, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা, বি,এন,পির,সভাপতি, আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন,
প্রেসক্লাব সাটুরিয়ার উপদেষ্টা এ্যাড শফিকুল ইসলাম, সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আসাদ,যুবদলের আহ্বায়ক মো: আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম বকুল, সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বি,এন,পি,ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ বাসভবনে শোভাযাত্রা অংশগ্রহণ করা সকল অতিথিদের মাঝে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা-ভাত,মাছ, সহ রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়।
পরে নানা শিল্পীদের পরিবেশনায় মনোরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত অতিথিরা উপজেলা প্রশাসনের ব্যতিক্রম এই উদ্যোগের প্রশংসা করেন।