মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আয়োজনে এবং এফসিডিও’র অর্থায়নে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল-২৫) মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পিস অ্যাম্বাসেডর মোঃ সিরাজ উদ্দীন-এর সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না-এর সঞ্চালনায় প্রকল্প ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম ও এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ।

সভায় বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি সাইয়্যেদাতুন্নেছা নয়ন, পেশ ইমাম মোঃ আরিফুল ইসলাম, ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল, স্থানীয় রাজনৈতিক নেতা আনোয়ারুল মোল্লা, আব্দুল কুদ্দুস, বিএনপির মজলুম নেতা এরশাদ আলি, সচিব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যগণ ও অন্যান্য রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা সহিংসতা পরিহার করে সংলাপ ও সম্প্রীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। যুবসমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ সিরাজ উদ্দীন বলেন, “সহিংসতার মূল কারণ দুনিয়ার লোভ ও মোহ। সম্প্রীতির চর্চাই পারে সমাজে শান্তি ফিরিয়ে আনতে।”

Post a Comment

0Comments
Post a Comment (0)