পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন বাসীর ভালবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন, কেশবপুরের কৃতি সন্তান পাথরা গ্রামের এস এম রাশিদুল ইসলাম।
মঙ্গলবার (১ এপ্রিল-২৫) বিকেলে পাথরা চারের মাথা সংলগ্ন এলাকায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পাথরা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ গাজী’র সভাপতিত্বে এবং সামিম হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসস-এর নিউজ এডিটর ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সদস্য পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পাথরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার এ্যাডহক কমিটির সভাপতি, সমাজসেবক এস এম রাশিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সদস্য সচিব বায়েজিদ হোসেন, উপজেলা বিএনপির মংস্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম বিশ্বাস, চুকনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, বিএনপি নেতা মাস্টার আবুল কালাম আজাদ, আব্দুল মালেক গোলদার, মজিবর রহমান গাজী প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস-এর নেতৃত্বে নতুন একটা সরকার দেশ পরিচালনা করছেন। তাঁর সাথে কাজ করার একটি সুযোগ তৈরী হয়েছে আমার। বিশেষ করে সেই সুযোগটা এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই। তিনি বর্তমান সরকারের উন্নয়নের কথা এলাকাবাসীকে জানান। ইতিমধ্যে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে কিছু ফর্ম এনেছেন এবং ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করেছেন, যার অর্থ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কমপক্ষে ৫০ হাজার টাকা পাবে। তিনি আরও বলেন, পাথরা এলাকাবাসীর প্রাণের দাবী বুড়িভদ্রা নদীর উপর দু’টি ব্রীজ। এলাকাবাসীর দাবী পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান। তিনি এলাকাবাসীর দোয়া প্রার্থনা করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।