বাঘারপাড়ায় সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।


রবিবার (১৩ এপ্রিল-২৫) যশোরের বাঘারপাড়ার ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন পরিষদের হলরুমে এফসিডিও-এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সবদুল হোসেন খান-এর সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, দিলরুবা পারভিন, আদিবাসি কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল, ইসলামিক ফাউন্ডেশনের নজরুল ইসলাম, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জাকের পার্টির সভাপতি ও পিএফজি সদস্য লিটন হোসেন, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, অনিল কুমার ইন্দ্র, ইমতিয়াজ উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান এবং সাব-ইন্সপেক্টর অনিমেষ রায়।

বক্তারা বলেন, রাজনৈতিক বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা এবং অভিভাবকদের অসচেতনতা সমাজে সহিংসতার জন্ম দেয়। মোবাইল ফোনের অপব্যবহার রোধে পরিবার থেকেই সচেতনতা জরুরী। শিক্ষার প্রসার ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি স্থাপন সম্ভব।

আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সহিংসতা হ্রাস পাবে। দেশের সব উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়। সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

Post a Comment

0Comments
Post a Comment (0)