পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল-২৫) বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ওই বীজ এবং সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়, রুস্তম আলী, অনাথ বন্ধু দাস প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ৭০০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিনামূল্য এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকরা খুশি প্রকাশ করেছেন।