যশোরে কবি সাহিত্যিকদের সমন্বয়ে ঈদ আড্ডা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরে কবি সাহিত্যিকদের সমন্বয়ে ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। যশোরের দড়াটানা ভৈরব নদের উত্তর পাড়ে কিছু গুণী কবি সাহিত্যিকদের সমন্বয়ে কবিতা, গান ও আলোচনায় মুখরিত উচ্চকিত ওই ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়।

কৃষ্টিবন্ধন, যশোরের নির্বাহী সভাপতি কবি প্রফেসর মঞ্জুয়ারা সোনালি-এর সভাপতিত্বে এবং কৃষ্টিবন্ধন, যশোরের সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি প্রফেসর ড.সবুজ শামীম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি গীতিকবি এডিএম রতন, কৃষ্টিবন্ধন, যশোরের উপদেষ্টা গীতিকবি নাট্যজন আবুল হাসান তুহীন, কৃষ্টিবন্ধন, যশোরের সাবেক সহ-সভাপতি দ্যোতনা সাহিত্য পরিষদ পথিক পত্রিকার সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল, গ্রাম থিয়েটার-এর সম্পাদক নাট্যজন হাসান হাফিজুর রহমান, কৃষ্টিবন্ধন, যশোরের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি ও ঔপন্যাসিক এম এন এস তুর্কী, কৃষ্টিবন্ধন, যশোরের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, কৃষ্টিবন্ধন, যশোরের অর্থ সম্পাদক কাজী ইসরাত সাহেদ টিপ, প্রচার সম্পাদক কবি ইরফান খান, কৃষ্টিবন্ধন এর সদস্য কবি ধীমান শরীফ প্রমুখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)