পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ-২৫) প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেশবপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন যশোর জেলার সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স এর পরিচালক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন, কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী রানা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহকারী সম্পাদক ডাঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য, আইয়ুব হোসেন, আব্দুস সালাম, বাবুর আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।