ধামরাইয়ে নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ।

স্টাফ রিপোর্টার
0

 

সামচছুল হকের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সীমান্তবর্তী ধামরাই উপজেলার সহজ-সরল নিরীহ এলাকাবাসী শাহজাহান সিরাজ,মামুন হোসেন,সুজন মিয়া ও শফিকুল ইসলাম রাজু গংদের বিরুদ্ধে শত্রুতা ও বিদ্বেষমুলক হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে মিথ্যা মামলা ও হুমকি প্রদানের প্রতিবাদে তথাকথিত হাতুরে ডাক্তার,পরশ্রীকাতর ও মামলাবাজ সামচছুল হকের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী দ্বিমুখা বাজারের কাজল মার্কেট নামক স্হানে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন,সাংবাদিক রাশেদুল হক,

ভুক্তভোগী-ফার্মাসিস্ট সুজন মিয়া,

শফিকুল ইসলাম রাজু,শাহজাহান সিরাজ,মামুন হোসেন প্রমুখ।

উক্ত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসর তথাকথিত হাতুরে ডাক্তার,পরশ্রীকাতর ও মামলাবাজ সামচছুল হক। মামালাবাজ সামচছুল হকের বিচার ও শাস্তির দাবীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন

করেছেন। তারা আরো বলেন,তার গজনা গ্রামের নিজের বসানো মুড়ি বাজার মেশিনের বিভিন্ন মালামাল নিজে চুরে করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে একাধিক গ্রামবাসীকে হয়রানি করেছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)