নিজস্ব প্রতিবেদক, দৈনিক সারা দুনিয়া।
টাঙ্গাইল নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামে মিথ্যাবাদি ইমামের পিছনে নামাজ পড়িনা – পড়বনা – পড়বনা ব্যানারে মানববন্ধন করেন স্হানীয় এলাকাবাসী।
তথ্য অনুসন্ধানে ও এলাকাবাসীর সূত্রে জানা যায় মো: আবুবকর সিদ্দিক দীর্ঘদিন ধরে আউটপাড়া পূর্বপাড়া বাইতুল ফাহাদ জামে মসজিদে ইমামমতি করে আসছে। তিনি ইমামমতি পাশাপাশি কাজী পেশার সাথে জড়িত আছে। দীর্ঘদিন পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদে বহাল আছে। তিনি পাকুটিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে পরিচিত করার পাইতারা চালাচ্ছে।
সময় মত মসজিদের আযান ও নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করায় স্হানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হচ্ছে। যার কারনে গত ০৭/০৩/২০২৫ ইং শুক্রবার দুপুরের স্হানীয় এলাকাবাসী ইমামের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করেন। যার ফলে নির্দিষ্ট সময়ে জুম্মা নামাজ আদায় করতে পারিনি এলাকাবাসী।
এ বিষয়ে পাকুটিয়া ইউনিয়ন বি,এন,পির,সাধারণ সম্পাদক ও আউটপাড়া পূর্বপাড়া বাইতুল ফাহাদ জামে মসজিদে ইমাম মো: আবুবকর সিদ্দিক জানান, আমি মসজিদে কোন সময় রাজনৈতিক আলাপ করি না, মসজিদের বাহিরে দলীয় রাজনীতি করি।
ঘটনার বিষয়ে নাগরপুর উপজেলা প্রশাসন জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম সরজমিন পরিদর্শন করেন এবং স্হানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। গ্রামবাসীকে বিষয় টি সুষ্ঠু সমাধানের আশ্বাস প্রদান করেন।