কেশবপুরে গাজী ফিলিং এন্ড এল,পি,জি অটোগ্যাস স্টেশন-এর উদ্বোধন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে গাজী ফিলিং এন্ড এল,পি,জি অটোগ্যাস স্টেশন-এর শুভ উদ্বোধন করা হয়েছে। কেশবপুর পৌরশহরের আলতাপোল এলাকায় পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের বিপরীতে মেসার্স গাজী ফিলিং এন্ড এল,পি,জি অটোগ্যাস স্টেশন-এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার? (১০ মার্চ-২৫) বিকেলে গাজী ফিলিং এন্ড এল,পি,জি অটোগ্যাস স্টেশনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আরমান গাজীর মমতাময়ী মা জাহানারা বেগম। 

দোয়া পরিচালনা করেন, কেশবপুর জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেসার্স গাজী ফিলিং এন্ড এলপিজি অটোগ্যাসের স্বত্বাধিকারী আরমান গাজী ও কেশবপুর মাইক্রো প্রাইভেট কার পরিচালনা সমিতির সভাপতি শামসুর রহমান।

Post a Comment

0Comments
Post a Comment (0)