মানিকগঞ্জের সাটুরিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বিকেল দিঘলিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়ন

ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বি,এন,পির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বি,এন,পি'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, যুব দলের আহ্বায়ক আমির হামজা, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মহসিনউজ্জান সহ উপজেলা ও ইউনিয়ন বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মানিকগঞ্জ চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বি,এন,পির, আহ্বায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনা সকলকে একযুগে কাজ করার আহ্বান জানান। এবং দলীয় নেতাকর্মীদের সকল অন্যায় মূলক কাজ থেকে বিরত থাকতে বলেন। ৩১ তম দফা বাস্তবায়ন লক্ষ্যে সকলে একযুগে কাজ করার আহ্বান জানান।

Post a Comment

0Comments
Post a Comment (0)