পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ-২৫) কেশবপুর উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ওই গণ ইফতার অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শেখ শাহিনুর রহমান-এর সঞ্চালনায় এবং নুরুল ইসলাম রিপন-এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ ইয়ামিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুরের সন্তান ব্যারিষ্টার মাহমুদ হাসান, শেখ আব্দুস সালাম প্রমূখ।
সাবেক ইউপি সদস্য মহাতাব উদ্দিন, রবিউল ইসলাম, মতিয়ার রহমান, আবু সাঈদ, রফিকুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুস সালাম, খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাংবাদিক সোহেল পারভেজ।