কেশবপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নঃ বৃদ্ধ লম্পট গ্রেফতার ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে ৭ বছরের দুই শিশু মেয়েকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ুয়া গ্রামে।

শুক্রবার (১৪ মার্চ-২৫) বিকেলে যৌন নিপীড়নের এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেছেন। যার মামলা নম্বর-৬। গ্রেফতারকৃত আসামি একই গ্রামের মৃত আকিম উদ্দীন বিশ্বাসের ছেলে।

থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের দুশ্চরিত্রহীন লম্পট আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) গত ১৪ মার্চ বিকেলে তার বসতবাড়ীর উঠানে টুল পেতে বসেছিলেন। ওইসময় প্রতিবেশী দুই শিশু মেয়ে দোকান হতে কেক কিনে বাড়ী ফেরার পথে সে শিশুদের ডাক দেয়। তারা সরল বিশ্বাসে তার কাছে গেলে লম্পট যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে প্রথম এক মেয়ের বুকসহ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে একইভাবে আরেকটি মেয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ও তার পরনের প্যান্ট খুলে তার যৌন নিপীড়ন করে। 

ঘটনাটি শিশুরা তাৎক্ষণিকভাবে কাউকে কিছু না বললেও পরবর্তীতে গত ১৫ মার্চ রাতে তাদের মায়ের কাছে জানালে স্থানীয় লোকজনের সহায়তায় লম্পট আব্দুল হামিদ বিশ্বাসকে আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল হামিদ বিশ্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট আব্দুল হামিদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)