কেশবপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কেশবপুর সরকারি ডিগ্রীে কলেজ ছাত্রদলের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ-২৫) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের মেইন গেটের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত মানববন্ধনে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বাবু, সদস্য সচিব মনিরুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক নাহিদ হাসান ইমন, সাইফুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক, সদস্য ইকরামুল, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম- আহবায়ক আসাদুজ্জামান, সাকিবুল ইসলাম, সদস্য নাসিম খান, আবু মুসা, মামুন, তপু, ইসরাফিল, নয়ন, নিশান, আহাদ আলী, কবির, আজহারুল, ইউনুসসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

0Comments
Post a Comment (0)