পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাহী কমিটির এক সভায় নিন্দা জানানো হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী-২৫) প্রেসক্লাবের হলরুমে ওই সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান সভাপতিত্ব করেন।
সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান প্রমুখ। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানানো হয়।