পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোমবার (১৭ মার্চ-২৫) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রেকসোনা খাতুন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ৩৩ তম বিসিএস নন-ক্যাডার হিসাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ৩৪ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে সরকারি কলেজ শিক্ষক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসাবে চাকরিতে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।