পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে গৌরীঘোনা ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজানে ১০ রমাজান কেশবপুর উপজেলার ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ মার্চ-২৫) বিকেলে বুরুলী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল সরদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী বাবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা বিএনপির তাতী/ মৎস্য বিষয়ক সম্পাদক ও ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য কামরুজ্জামান লিটন, ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসান, ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাজান আলী, ছাত্রনেতা আরিফ হোসেন সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহাফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুর রাজ্জাক।