সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল থেকে রোজা শুরু।

স্টাফ রিপোর্টার
0

 


ধর্ম ও ইসলাম, দৈনিক সারা দুনিয়া।


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। 

 আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে রমাজানের প্রথম রোজা।

শুক্রবার সন্ধ্যায় ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার তথ্য নিশ্চিত করে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির তামির ও হোতাত সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এরপরই সৌদি সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ১ মার্চকে ১৪৪৬ হিজরির রমজানের প্রথম দিন ঘোষণা করে।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। 

এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। তবে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের আকাশেও রমজানের চাঁদ দেখা গেছে বলে তথ্য সূত্রে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশ গুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশেও শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে। 

Post a Comment

0Comments
Post a Comment (0)