মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা-২৩২৪ অনুসারে ০৯ টি ইউনিয়নের ১৮ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগে লটারীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ ফেব্রুয়ারি বিকেল ৩.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাটুরিয়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করেন।
খাদ্যবান্ধব ডিলারের আবেদন কারীদের মধ্যে যাচাই-বাছাই শেষে। লটারীর মাধ্যমে ৯ টি ইউনিয়নে ১৮ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার,মোঃ ইকবাল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ ৯ টি ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার আবেদনকারী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।