কেশবপুরের পাঁজিয়ায় ৪ দিনব্যাপী বইমেলার তৃতীয় দিন জমে উঠেছে ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।

কেশবপুরের পাঁজিয়ায় ৪ দিনব্যাপী বইমেলার

তৃতীয় দিন জমে উঠেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৪ দিন ব্যাপী ১৩তম বইমেলার তৃতীয় দিনে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সভাপতি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।

রোববার (২৩ ফেব্রুয়ারী-২৫) অনুষ্ঠানের ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এবং বইমেলা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, জয়নাল হোসেন জয়, মাসুদুজ্জামান মাসুদ ও জাহাঙ্গীর আলমের অনুষ্ঠান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ওসি তদন্ত খান শরিফুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজ প্রদর্শক সুব্রত বসু কঙ্কন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, ফেনী জেলার লস্কারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম রায়, কবি দীপক বসু বাবু, কবি প্রনব মণ্ডল মানব।

 বইমেলা অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সিদ্দিকুর রহমানের লেখা দুটি বই "আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির" ও "ইতিহাসে কেশবপুর" প্রধান অতিথির হাতে তুলে দেন।

রোববার আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম ও বাবলুর রশিদের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন, উজ্জ্বল ব্যানার্জী, জসিম পারভেজ, শ্রেয়া, আবু তাসের, তরুণ কান্তি বৈরাগী ও বাবলু রহমান। অতিথি শিল্পী ছিলেন, খুলনার শ্যাম্পু টুকু, সুমন পাখি, পূজা রাণী ও জ্যোতি।

বইমেলা উদযাপন কমিটির সভাপতি ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ আব্দুল হালিম জানান, এবারের বইমেলায় বিভিন্ন বইয়ের স্টল রয়েছে, সেখানে অনেক প্রকার বই পাওয়া যাবে। বইপ্রেমীরা তাদের পছন্দের বই কিনতে পারবেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)