পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মুজিবনগর পিস ফ্যাসিলিটেটর (পিএফজি) গ্রুপের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি-২৫) সকালে মুজিবনগরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পর্যটন মোটেলের হলরুমে এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলীর সভাপতিত্বে এবং মোঃ ওয়াজেদ আলি খানের সঞ্চালনায় মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান। পরিকল্পনাসমূহ হলো-আন্তঃধর্মীয় সংলাপ, ইয়ুথ লিডারশিপ ডেভলপমেন্ট ট্রেনিং, পিএফবিটি ট্রেনিং এবং পিস ইভেন্ট।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক মোঃ আবুল হাসান, জেলা মহিলা জাতীয়তাবাদী দলের সদস্য নুরজাহান খাতুন আনজিরা, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জনাব দেলোয়ার হোসেন মিলন, শ্রমিক কল্যান ফেডারেশনের মোঃ খাইরুল বাশার, পেশ ঈমাম হাফেজ মোঃ মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজ, সনাতন ধর্মের প্রতিনিধি ও শিক্ষক শ্যামল কুমার, পিস এ্যাম্বাসেডর মুন্সি মোঃ মুকাদ্দেস হোসেন, ঝরনা খাতুন এবং ফিল্ড একাউন্টেন্ট অধিশ দাশ-সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপস্থিত সকল অংশগ্রহণকারীরা শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভার শেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলী দল-মত নির্বিশেষে সকলকে আপন করে নিয়ে সম্প্রীতির মুজিবনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।