মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরের সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় আলোচনা সভার আয়োজন করা।
এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিনুর ইসলাম,মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সাটুরিয়া খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো আশরাফুল আলম সহ জেলা ও উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন সদস্যবৃন্দ ও সাধারণ জনগণ।
এ সময় বক্তারা মাহে রমাদানে পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।