মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শত বছরের পুরানো ঐতিহ্যবাহী ধূল্যা ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধূল্যা ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক,সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মো: আবুল বাশার সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুল্যা ভুবন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ শাহ্জাহান।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
দেশ ও জাতির মঙ্গল কামনা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকার সুস্বাস্থ্য ও ছাত্রবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।