কেশবপুরের সাংবাদিক শহিদুল ইসলাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন ।

স্টাফ রিপোর্টার
0

 



পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন কেশবপুরের সাংবাদিক শহিদুল ইসলাম। কেশবপুর উপজেলা সাগরদাঁড়ি ইউনিয়নের সকলের সুপরিচিত মুখ ও সদালাপী গোপসেনা গ্রামের শহিদুল ইসলাম (৫২) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২ ফেব্রুয়ারী-২৫) সকালে তিনি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান। তিনি কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ছিলেন।

সুমিষ্টভাষী সাংবাদিক শহিদুলের মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে। রোববার আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। হাজারো মানুষের ঢল নেমেছিল তার জানাযায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)