সাটুরিয়ায় নাতি লোহার হ্যান্ডেলের আঘাতে দাদির মৃত্যু।

স্টাফ রিপোর্টার
0

 


স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফুকুরহাটী ইউনিয়নের ভাসিয়ালী কৃষ্টপুর এলাকায় নাতি ও নাতি বউয়ের ঝগড়া থামাতে গিয়ে নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতি জসীম উদ্দিন (২৭) নামের একজন কে আটক করেন সাটুরিয়া থানা পুলিশ।

স্হানীয় এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১০ টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর সাথে ঝগড়া

সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে যায়। দাদি জাহানারা বেগম তা ফেরাতে গেলে জসিমের দেওয়া আঘাত দাদি জাহানার মাথায় লাগে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন জাহানারাকে চিকিৎসার জন্য সাটুরিয়া হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহতের ছেলে সেলিম জানান, ও আলমগীর জানান, জানান আমার মা জাহানারা বেগম নাতি জসিম ও তার বউকে খুব আদর করতো কিভাবে কি হল আমরা ভাবতে ও পারছিনা। আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমরা কোন ঝামেলা যেতে চাই না।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেরে দ্রুত ঘটনাস্থল থেকে

মো: জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)