কেশবপুর উপজেলা আঃলীগের সাঃ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম মোস্তফার ইন্তেকাল।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ গাজী গোলাম মোস্তফা (৫৯) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার (৩ ফেব্রুয়ারী-২৫) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কেশবপুর পৌর শহরের থানার মোড়ে এবং গ্রামের বাড়ি উপজেলার প্রতাপপুর।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পাবলিক ময়দানে মরহুমের প্রথম জানাজা নামাজ এবং কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের নিভারানী মাধ্যমিক স্কুল মাঠে ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে উপজেলার প্রতাপপুর গ্রামের নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এখানে তার দীর্ঘদিনের রাজনীতিক জীবনের সহপাটি নেতাকর্মীরা এবং অন্য রাজনীতিক দলের নেতাকর্মীরাসহ এলাকার সাধারণ মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

কেশবপুর পাবলিক মাঠে তার জানাজায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমূখ। জানাজায় ইমামতি করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল।

গাজী গোলাম মোস্তফা ২০০৩ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দলটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার পূর্বে তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতিও ছিলেন। গাজী গোলাম মোস্তফার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোক বিরাজ করছে। তার মৃত্যুতে শোকবার্তা অব্যাহত আছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)