মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া ধানকোড়া ইউনিয়নে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ত করণে প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেলে ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ধানকোড়া ইউনিয়ন বি,এন,পি ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠান সঞ্চালনায় ধানকোড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ ও জেলা সরকারী আইন কর্মকর্তা (জিপি) এ্যাড,আব্দুল আউয়াল খান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: মাসুদ পারভেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জমসের আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আমীর হামজা, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা বিএনপি এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্হানীয় এলাকার কয়েক হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।