মো:আবুবকর সিদ্দিক , স্টাফ রিপোর্টার,সাটুরিয়া( মানিকগঞ্জ), দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার খবরে আনন্দ মিছিল করেছেন সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার খবরে সাটুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল করেন সাটুরিয়া উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এর পর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক ও এস এ জিন্নাহ কবিরকে সদস্যসচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। এরপর ২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কমিটি নির্বাচিত হয়। এতে আফরোজা খান রিতা বিপুল ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এ জিন্নাহ কবির।
সাটুরিয়া উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মানিকগঞ্জ জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ সোহরাব হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন,শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান,সহ আরো অনেকে। এরপর আনন্দমিছিলটি বের হয়ে সাটুরিয়া বাজার,বাস স্ট্যান্ড ও আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাটুরিয়া বাসস্ট্যান্ডে আনন্দ মিছিলটি এসে শেষ হয়।