কেশবপুরে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিও’র অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশ’র মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শণি, রোব ও সোমবার (১৫-১৭ ফেব্রুয়ারী-২৫) “তরুণ নেতৃত্ব বিকাশ” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ৯ জন নারী ও ১১ জন পুরুষ যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন, যারা রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক যুব সংগঠনের প্রতিনিধি এবং ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) এর সদস্য, যাদের মাধ্যমে অগামিতে সম্প্রীতির কেশবপুর গড়ে তুলতে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারী-২৫) কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ-এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত “তরুণ নেতৃত্ব বিকাশ” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন, পিস এ্যাম্বাসেডর বিএনপির সেচ্ছাসেবক দলের নেতা ও কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজির পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু , সুফিয়া পারভিন শিখা এবং পিএফজির কো- অর্ডিনেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আজাদ। প্রশিক্ষণ পরিচালনা করেন, ট্রেনিং এক্সপার্ট উত্তম কুমার সরকার ও দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

Post a Comment

0Comments
Post a Comment (0)