পরেশ দেবনাথ, ভ্রাম্যমাণ প্রতিনিধি , যশোর, দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর প্রেসক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক শহিদুল ইসলাম ও প্রয়াত সাংবাদিক আব্দুস সামাদ রিপনের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী-২৫) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ-এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, অলিয়ার রহমান প্রমুখ। সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মাওলানা জাকির হোসেন।
সম্প্রতি সাংবাদিক শহিদুল ইসলাম (৫২) গত (২ ফেব্রুয়ারী-২৫) রোববার স্ট্রোকে আক্রান্ত হয়ে ও সাংবাদিক আব্দুস সামাদ রিপন (৭১) অসুস্থ জনিত কারণে গত (৪ ফেব্রুয়ারী-২৫) মঙ্গলবার মৃত্যুবরণ করেন। মাত্র দুই দিনের ব্যবধানে দুইজন সাংবাদিকের মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ভিতর শোকের ছায়া নেমে আসে।