মো: আবুবকর সিদ্দিক , স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে শ্রমিক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের মনিকগঞ্জ জেলা শাখা সহ-সভাপতি, এ্যাড. আওলাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দড়গ্রাম ইউনিয়ন শাখা
সভাপতি মাসুম বিল্লাহ মোঃ মাসুদ।
সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, মানিকগঞ্জ জেলা শাখা ও কৃষি বিভাগ, সাটুরিয়া উপজেলা শাখা সদস্য কৃষিবীদ শামীম আল মামুন
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাটুরিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাটুরিয়া উপজেলা শাখা প্রধান উপদেষ্টা মোঃ আবু সাইদ বিএসসি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেভারেশন দড়গ্রাম ইউনিয়ন শাখা, ডাক্তার এম.এম ইদ্রিস আলী, দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সাবেক অধ্যক্ষ, উলামা মাশায়েখ প্রতিনিধি মাওলানা আবুল হোসেন, দড়গ্রাম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা উপাধ্যক্ষ , তালিমুল কুরআন ফেডারেশন প্রতিনিধি, মাওলানা আলতাফ হোসাইন, ইন্ডাস্টিয়ালিস্ট এন্ড বিজনেস এসোসিয়েশন প্রতিনিধি, মোঃ সোহরাব হোসেন,
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, সাটুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদ, সাটুরিয়া উপজেলা যুব প্রতিনিধি, ডেন্টিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা মোঃ মাসুম বিল্লাহ সহ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা ও উপজেলা বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।