মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া (মানিকগঞ্জ), দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মনোয়ার হোসেন মোল্লা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।
এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম , বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায়
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।