কেশবপুর মাদ্রাসায় আজীবন সদস্য সম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , যশোর ,দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর বাহারুল উলুম কামিল আলিয়া মাদ্রাসার হিফজখানা, এতিমখানা ও লিল্লাহ বোডিং-এর আজীবন সদস্য সম্মেলন-২০২৫ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত এবং হেফজখানা বিভাগের ১৩ জন নতুন হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী-২৫) জুম্মবাদ মাদ্রাসার হল রুম অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী প্রভাষক মশিয়ার রহমান। 

মাদ্রাসার হিফজখানা ও এতিমখানার আজীবন সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল কুদ্দুস। সদস্য সম্মেলন শেষে প্রধান অতিথি সাবেক পৌর মেয়র আব্দুল সামাদ বিশ্বাস সদ্য হাফেজ সম্পন্ন হওয়ার ১৩ হাত্রের মাঝে পাগড়ি প্রদান করেন। 

সমগ্র অনুষ্ঠানাটি পরিচালনা করেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)