পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি- ২৫) দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি মধু মঞ্চে ওই আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, র্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) হাবিবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) ৪৯ এর এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সোহেল আল মুজাহিদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রতিনিধি এস কে সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মজনু হোসাইন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রমূখ।
প্রতিবছরের ন্যায়, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে আগামী ২৪ জানুয়ারি-২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। এই মধুমেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তাদের আগমনসহ, দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার মধুপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে উঠে মধুমেলা প্রাঙ্গণ। সে জন্য মেলা প্রাঙ্গনে আইনশৃংখলা পরিস্থতি সমুন্নত এবং মধুমেলার মান অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের আইন শৃংখলা বিষয়ক সভায় সিদ্ধান্ত হয়, এবারের মধুমেলায় কোন প্রকার জুয়া, মাদক, সন্ত্রাস, নারী উত্ত্যক্তকরণ ও অশ্লীলতা রোধকল্পে প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করা হবে। এছাড়াও গোটা মেলায় শতাধিক সিসি ক্যামেরার আওতায় এনে পর্যাবেক্ষণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, বাংলাদেশ সেনাবাহিনী কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।