মোঃ আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, দৈনিক সারা দুনিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো: জিন্নাহ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মহসিন উজ্জামান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাড রাকিবুল ইসলাম, যুগ্ন আহব্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহব্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহব্বায়ক ময়নুল ইসলাম ( শরিফ) নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাশার লিমন,
সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান সহ জেলা ও উপজেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি, আফরোজা খানম রিতার দিকনির্দেশনায়। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের পাশে থেকে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।