মধুমেলার তৃতীয় দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ, ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীর।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষ্যে তাঁর জন্মস্থান সপ্তাহ ব্যাপী অনুষ্টানের তৃতীয় দিন রোববার (২৬ জানুয়ারি-২৫) সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ, ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

১ম পর্বে ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। সমন্বয়কঃ জনাব নাজিবুল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), যশোর। কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনসমূহঃ পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, কেশবপুর, যশোর। রবীন্দ্র নজরুল সংস্কৃতিক পরিষদ, কেশবপুর, যশোর। চারুপীঠ একাশেী, কেশবপুর, যশোর। ড্যান্স বাংলা ড্যান্স, কেশবপুর, যশোর। কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। পরশমনি সংগীত একাডেমি, ডুমুরিয়া, খুলনা।

২য় পর্বে ছিলঃ সাংস্কৃতিক অনুষ্ঠানঃ বিকাল ৩.৩০ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা পর্যন্ত। যশোর জেলা সদরের অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনসমূহঃ ভবের হাট, যশোর সঙ্গীত। পিপলস ডেভেলপমেন্ট থিয়েটার, যশোর, রম্যনাটিকা। ফুলকুঁড়ি আসর যশোর সঙ্গীত, আবৃত্তি ও অভিনয়। প্রাচ্য আকাদেমি, যশোর সঙ্গীত। যশোর সাহিত্য পরিষদ, যশোর কবিতা। জেলা শিল্পকলা একাডেমী, যশোর সঙ্গীত। বিবর্তন, যশোর নাটক। প্রাচ্যসংঘ, যশোর আবৃত্তি। উদীচী, যশোর সঙ্গীত। উৎকর্ষ যশোর সঙ্গীত ও নৃত্য। যশোর শিল্পী গোষ্ঠী, যশোর সঙ্গীত (সন্ধ্যা ৭.০৫ টা থেকে সন্ধ্যা ৭.৩০ টা)।

৩য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল তির্যক, যশোর, সঙ্গীত ও নাটক। জনাব এস এম জামাল হোসেন, খুলনা, জারিগান। অনীক, খুলনা ব্যান্ড, গান। বিশেষ আকর্ষন যাত্রাপালাঃ তালা, সাতক্ষীরা ভোলা নাথ অপেরার "ডাইনি বধু”।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান টুলু ও পাঁজিয়ার এম হালিম। মধুমেলার তৃতীয় দিনে দুপুরে সাগরদাঁড়িতে দর্শনার্থিদের ভীড় ছিলো চোখে পরার মতো। তবে সন্ধ্যায় মধুমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মেলা অঙ্গনে চুড়িপট্টি, কম্বলপট্টি মানুষ সবচেয়ে বেশি ভীড় করছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)