প্রয়াত কবি জয়নব সাত্তার-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


প্রয়াত কবি জয়নব সাত্তার-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর-২৫) যশোরের শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন জয়নব সাত্তার একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত কবি জয়নব সাত্তারের ১১তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে এবং একাডেমী’র শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে “কবি জয়নব সাত্তার সম্মাননা” প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন, কবি ও ঔপন্যাসিক এম. এন. এস তুর্কী, প্রধান অতিথি ছিলেন, কবি সবুজ শামীম আহসান, বিশেষ অতিথি ছিলেন, কবি এম এ কাসেম অমিয়, কবি মোহাম্মদ পারভেজ আনোয়ার শিশির এবং নাট্যকার হাসান হাফিজুর রহমান।উপস্থাপক হিসেবে ছিলেন, শিক্ষক প্রতিক বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা মনোয়ারা সুলতানা, সহকারী শিক্ষিকা আসমা খাতুন ও কানন বালা।

অনুষ্ঠানে জয়নব সাত্তারের স্বরচিত কবিতা "জয়নব সাত্তার একাডেমি" আবৃত্তি ও পাঠ করানো হয়। পরবর্তীতে বিজয়ীগণের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিক্ষক প্রতিক বিশ্বাস বিতরণ করা হয় বার্ষিক পরীক্ষায় শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল প্রথম স্থান অধিকারীকে। সাথে সাথে সুন্দর হাতের লেখা ও সর্বাধিক উপস্থিতি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদেরকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথগণ কবি জয়নব সাত্তারের জীবনী ও সাহিত্য কর্মকাণ্ড সম্পর্কে সমৃদ্ধ আলোচনা করেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)