কেশবপুরে মানবসেবা ও রক্তদান সংস্থার কমিটি গঠন ও কম্বল বিতরণ ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।


“আমরা মানুষের সেবা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন মানবসেবা ও রক্তদান সংস্থার কমিটি গঠন ও দুস্থ্য অসহায় মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৮জানুয়ারী-২৫) বিকেলে কেশবপুরের সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে মানবসেবা ও রক্তদান সংস্থার পরিচালক জুবায়ের হাসান রাকিবের সভাপতিত্বে সিনিয়র-সহ পরিচালক হাসিব হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা ও দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন, মানবসেবা ও রক্তদান সংস্থার উপদেষ্টা প্রভাষক তাজাম্মুল ইসলাম দিপু।

নবগঠিত মানবসেবা ও রক্তদান সংস্থার পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা হলেনঃ প্রতিষ্ঠানের পরিচালক জুবায়ের হাসান রাকিব, সিনিঃসহ-পরিচালক হাসিব হুসাইন, সহ-পরিচালক আল-আমিন, সহ-পরিচালক তৌহিদুজ্জামান, সহ-পরিচালক তুহিন রেজা, সাংগঠনিক সম্পাদক জি এম রায়হান, দপ্তর সম্পাদক ওয়ালিউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ হাদিউজ্জামান সহ ৪১ বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল, আয়াতুল্লাল খমিনি, মাস্টার আব্দুর রাজ্জাক, হাফেজ আল আমিন, মোঃ রুহুল কুদ্দুস, মোঃ মিজানুর রহমান প্রমুখ।


Post a Comment

0Comments
Post a Comment (0)