কেশবপুর সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, মারপিট, হত্যার হুমকি।

স্টাফ রিপোর্টার
1 minute read
0

 


স্টাফ রিপোর্টার,কেশবপুর , যশোর, দৈনিক সারা দুনিয়া।


যশোরের কেশবপুরে সাংবাদিক সোহল পারভেজের বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, মারপিট, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, প্রেসক্লাব কেশবপুর এর দপ্তর সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত "দৈনিক সকালের সময়" পত্রিকার কেশবপুর প্রতিনিধি উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাদাৎ হোসেন জোয়ারদারের ছেলে সোহেল পারভেজ (৪০) মঙ্গলবার (২৮/০১/২০২৫) তারিখ বেলা অনুমান ১০.৫০ ঘটিকার সময় পিআই অফিস,কেশবপুর কর্তৃক রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করার জন্য তদন্তে জান। তখন স্থানীয় সাংবাদিক সোহেল পারভেজ এর নিকট জিজ্ঞাসা করিলে উক্ত জমি মশিয়ার রহমানে'র রেকর্ডীয় সম্পত্তি বলে জানায়। 

এই কথা শুনে একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসী (১)মোঃ আজিবার গাজীর ছেলে ইমরান গাজী (৩৬), (২) মৃত ফুলমিয়া গাজীর ছেলে মোঃ আজিবার গাজী (৫৫) সাংবাদিক সোহেল পারভেজ এর উপর ক্ষিপ্ত হয়ে অদ্য ইং ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় সাংবাদিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় বাঁশের লাঠি দিয়ে সাংবাদিক'কে বেধড়কভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। একপর্যায়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার লক্ষ্যে সাংবাদিক এর বসতবাড়িতে ভাংচুর চালায় এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে যে, সাংবাদিক'কে ঝুলিয়ে পেটাবে, সাংবাদিকতা ঘুচিয়ে দেবে। বের হলে হত্যা করে ফেলবে বলে বাড়ির সামানে সন্ত্রাসীরা অবস্থান করলে তাৎক্ষণিক মুঠো ফোনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিরাপত্তা চায় কিন্তু কোন নিরাপত্তা না পেয়ে এক পর্যায় এলাবাসীর সহযোগিতায় বাড়ি থেকে বের হতে পারেন।

এবিষয়ে কেশবেপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post a Comment

0Comments
Post a Comment (0)