পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
"গনিত শেখো, স্বপ্ন দেখো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের বর্ণ রায় যশোরে ডাচ্-বাংলা ব্যাংক প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব-২০২৫ এ অংশ নিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
মেধাবী শিক্ষার্থী বর্ণকে ঢাকায় গণিত উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। যশোর জেলা স্কুল ভেনুতে শনিবার (১৮ জানুয়ারী-২৫) পরীক্ষা হয়েছে। পরীক্ষায় তার প্রবেশপত্র নম্বর ২৩০৪৩৫। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব-২০২৫ এর ব্যবস্থাপনায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বর্ণ রায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। তার বাবা বরুণ কুমার রায় একজন চাকুরি জীবী ও মাতা প্রমিলা দেবনাথ কেশবপুরে ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার এই কৃতিত্বের জন্য শিক্ষকমণ্ডলীসহ পিতা-মাতা গর্বিত।