স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়.. সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য, মো: বরকত মল্লিক, , সাটুরিয়া উপজেলা কৃষক নেতা মো: শাকীর আহমেদ জুয়েল মো: বোরহান উদ্দিন, মো: সাদেক হোসেন, মো: জিন্নাত আলী মো: ইব্রাহীম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মানিকগঞ্জ জেলা কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক মধু মায়া উপস্থিত ছিলেন।