পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জনৈক ওসমান বিশ্বাসের বাড়ি সংলগ্ন যশোর-চুকনগর মহাসড়কের পাশে বুধবার (৮ জানুয়ারি) ভোরে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আনুমানিক ৭৫ বছরের অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। পরবর্তীতে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
অজ্ঞাতনামা মৃত ব্যক্তি কেশবপুর এলাকায় অপরিচিত লোক হওয়ায় এলাকাবাসীর কেউ তার নাম-ঠিকানা, বাসস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি। স্থানীয় লোকজন আরো জানান অজ্ঞাতনামা ওই ব্যক্তি ভারসাম্যহীনভাবে বিভিন্ন হাট-বাজারে ঘোরাফেরা করতেন। এলাকাবাসীর ধারণা তিনি হয়তো পাগল বা মানসিক ভারসাম্যহীন।
মৃত ব্যক্তির বর্ণনা:- বয়স অনুমান ৭৫ বছর। উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল সাদা এবং মুখে সাদা দাঁড়ি আছে, পরণে ধূসর রংয়ের ত্রি-কোয়াটার প্যান্ট এবং শরীরে ধূসর রংয়ের জ্যাকেট পরিধান করা ছিল।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
অজ্ঞাতনামা ওই ব্যক্তির কেউ যদি পরিচয় জানতে পারেন তাহলে, কেশবপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।