পরেশ দেবনাথ, কেশবপুর , যশোর, দৈনিক সারা দুনিয়া।
যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে,”শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন সংস্থা যশোরের কেশবপুর শেকড়ের সন্ধানের আয়োজনে সুশীল সমাজ গঠনে করণীয় ও আত্মমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, শিক্ষাবৃত্তি বিতরণ, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী-২৫) বিকেলে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের বৃহত্তর যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা শহরের মাইকেলমোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শেকড়ের সন্ধানের শিক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুলবক্তব্য, বিষয়বস্তু, দিকনির্দেশনা প্রদান ও “শেকড়ের সন্ধানে” র প্রতিষ্ঠাতা-সম্পাদক/পরিচালক জনাব শেখ মিজানুর রহমান মায়া-এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান।
প্রধান আলোচক ছিলেন “শেকড়ের সন্ধানে” সাহিত্য পরিষদের সভাপতি ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কবি আব্দুল কাদের।
বিশেষ অতিথির আলোচনা করেন, বীরমুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান ও “শেকড়ের সন্ধানে”-এর মিডিয়া উপদেষ্টা বিশিষ্ঠ সাংবাদিক জনাব এস.আর সাঈদ।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি দিলারা বিউটি, কবি বেদুঈন মোস্তফা, কবি এ কে এম শহিদুল্লাহ, কবি আলী আহমেদ, কবি জাকারিয়া, কবি তৌহিদুজ্জামান, কবি মনিরুজ্জামান, কবি আঃ হাই হাদী, আব্দুল্লাহ আল মামুন, নূর হোসেন বাঁধন, মুক্তা প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আনিছুজ্জামান ও রুহুল আমীন।
সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক-আবৃত্তি প্রতিযোগিতা,মোড়ক উম্মোচন, পত্রিকা বিতরণ, মাসিক নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান এবং আগামী ০৮ ফেব্রুয়ারী-২৫ শনিবার “শেকড়ের সন্ধানে” ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চড়ুইভাতি”উৎসব-২০২৫ দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।