চৌগাছা (যশোর) প্রতিনিধি, দৈনিক সারা দুনিয়া।
যশোরের চৌগাছার বাজে খড়িঞ্চা গ্রামের সৎ ও নিষ্ঠাবান শাহাজান আলী সরদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৭ টায হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। আন্দার কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জুম্মার নামাজ বাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এলাকায় তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার নামাজ পরিচালনা করেন, হাফেজ আব্দুল আলিম।