মো: আবুবকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমিসেবা সার্ভারে সমস্যার কারণে উপজেলায় ভূমি সেবা ব্যাহত হচ্ছে। জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) জমির নামজারি ও পর্চার সেবা সহ বিভিন্ন সেবা বন্ধ রয়েছে। যার ফলে ভূমি সেবা নিতে আসা ভুক্তভোগীদের হতাশার শেষ নেই।
নামজারি ও খাজনা বন্ধ থাকায় জমি রেজিস্ট্রি করতে পারছে না ভূমি ক্রেতা বিক্রেতারা । যার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা । সরজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায় এক মাসের অধিক সময় ধরে সার্ভারে বন্ধ থাকায় ভূমি অফিসে প্রয়োজনীয় খাজনা প্রদান ও নামজারি না হওয়ায়। সাটুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রম নেই বললেই চলে।
এর দুর্ভোগ পোহাতে হচ্ছে জমি ক্রেতা বিক্রেতা, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মরত নকল নবীশ, সাধারণ দলিল লেখক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের।
একাধিক ভুক্তভোগী ও সাটুরিয়া।সাব- রেজিস্ট্রি অফিসের একাধিক দলিল লেখকরা জানায়, এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।
সরজমিনে উপজেলার সাটুরিয়া, ধানকোড়া, দরগ্রাম,দিঘলিয়া, তিল্লী, বালিয়াটী সহ বিভিন্ন ইউনিয়ন (ভূমি) অফিসের সহকারী কর্মকর্তারা জানান গত ২৬ নভেম্বর থেকে অনলাইনে ভূমিসেবা সার্ভারটি বন্ধ রয়েছে। মাঝে মাঝে ভূমি সার্ভারের লাইন পেলে তা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায় না। যার ফলে ভূমি সেবা গ্রহণকারীদের কাঙ্খিত সেবা দিতে পারতেছি না। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করা হচ্ছে হয়তো কত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
উপজেলার তিল্লী চরের বয়স্ক রফিক, জানান জমি বিক্রি করে মেয়ে বিয়ে দিমু, আর কিছু টাকা আমার চিকিৎসার কাজে ব্যয় কবর, খারিজ ছাড়া ভূমি রেজিস্ট্রি না হওয়ার, এখনো এক টাকা হাতে পাইনি, খারিজ হলে টাকা দিবে বায়না করবে ক্রেতারা। সার্ভারের সমস্যার কারণে নায়েব বলল দেরি হবে, আমি বললাম কত দেরি, নায়েব বলে আমি নিজেও জানিনা। মনের দু:খে নিরুপাই হয়ে উচ্চ সুদে কিস্তি উঠাইয়া খাইতাছি। সার্ভারের তারাতাড়ি যেন ঠিক হয়। সার্ভার কবে ঠিক হবে সেই আশায় চাতক পাখির মত চেয়ে আছি।
সাটুরিয়া সাবরেজিস্টার মোসা: মাহমুদা খাতুন জানান,
অন্যান্য মাসের তুলনায় ডিসেম্বর মাসে দলিল রেজিস্ট্রি তুলনামূলক বেশি হয়। ভূমিসেবা সার্ভারে জটিলতার কারনে, জমি বিক্রেতারা জমির খাজনা দিতে না পারায় দলিল রেজিস্ট্রির পরিমাণ কমেছে। কারণ, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে জমির হালনাগাদ খাজনার রশিদের বাধ্যবাধকতা রয়েছে।
সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: তানভীর আহমদ জানান সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ভূমিসেবা সার্ভারে সাময়িক সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।