ষ্টাপ রিপোর্টার , সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টারকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে সাটুরিয়া ফুকুরহাটি নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।
পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও স্কুল ভাঙচুরের ঘটনায় গত ৭ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদি হয়ে ৷
সাটুরিয়া থানায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৩৮জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা দায়ের করে।
সাটুরিয়া থানা ওসি মো. শাহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টার কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।