পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচিত ও আলোচনা ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুর উপজেলার পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর লিখিত দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শণিবার (২৮ ডিসেম্বর-২৪) দুপুরে পাঁজিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে ওই মোড়ক উন্মোচন করা হয়। চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ রুহুল আমিন-এর লেখা ‘’ইতিহাস ঐতিহ্যের পথে প্রান্তরে’ ও ‘সাহিত্যের বেলাভূমি’ দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, পাঁজিয়া ডিগ্রি কলেজের সভাপতি, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোকবুল হোসেন (মুকুল)।

 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সামাজিক- সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও গবেষক, কবি, বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক, গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক, জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী এবং নতুনতারা কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা, ঢাকা ফার-ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ড, সন্দীপক মল্লিক ও বাঁকড়া’র কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ।

আরও বক্তব্য রাখেন, পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অনুকূল চন্দ্র মণ্ডল, সাগরদাঁড়ি আবু সারাফ সাদেক কলেজের সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, অধ্যাপক আব্দুস সাত্তার পাড়, শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল, পাঁজিয়া আবহমান-এর পরিচালক রিয়াজ লিটন, সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র উপ-পরিচালক মকবুল মাহফুজ, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবর আলী গোলদার, কবি আক্তারুজ্জামান প্রমূখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)