পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর, দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের সীমান্তবর্তী উপজেলা মনিরামপুরে দলিত শিক্ষার্থীদের বার্ষিক চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ দলিত সংস্থার আয়োজনে ২৪ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।
দলিত সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাসের সভাপতিত্বে ২৪ ডিসেম্বর সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দলিত শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার।
উক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন রকম অর্গানাইজার চিন্তায় রানী দাস ও বিপ্লব দাস। অনুষ্ঠানের ৪০ জন ছাত্র ছাত্রীর চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ কালে তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণের প্রচেষ্টা, সাবলম্বী হওয়া এবং লেখাপড়ায় অগ্রসরতা প্রসঙ্গে নির্দেশনা প্রদান করেন।